ভালবাসার প্রথম গোলাপ ফুল শুধু তোমার জন্য


খুব ছোট্ট করে বললেও বলতে হয়,
ধন্যবাদ ।
কিন্তু মুখে বা মনে ধন্যবাদ শব্দটা একবারের জন্যও উচ্চারন করিনি
মনে হল এক সেকেন্ডের জন্য ভুলে গেছি কি বলতে হবে
মনে পড়ে না এমন ঘটনা ঘটেছিল শেষ কবে
খুব বিশেষ কিছু নয়
দুটি কাঁটা, একটি গোলাপ আর কিছু পাতাই যেন
মনের সব কথা কয়
মধ্য দুপুরে শান্ত বাতাসে মৃদু মৃদু শিহরন
কালচে সবুজ পাঞ্জাবি তার আজকের আবরন
হাতে ধরা একটি লাল গোলাপ
নরম চুলের হালকা সিঁথিতে সোনালি রোদ খেলে
তার শান্ত দু'চোখের তারায় যেন দুষ্টুমিরা নাচে
একটুকরো স্নিগ্ধ হাসি তার মুখ অবয়বকে করে রেখেছে স্থির
ভালোলাগা আর ভালোবাসার দোলাচলে আবেগময় মন
বন্ধুত্ত্বের উষ্ণতা আর ভালোবাসা
যে ভালোবাসায় কোন প্রত্যাশা নেই,
চাওয়া পাওয়া নেই
আছে শুধু বিরতিহীন ভালোবাসা আর
বিশ্বাসের সুতোয় বন্ধন।



                                                                                  











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন